ওডেব’র প্রজেক্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: ওডেব’র প্রজেক্ট শেয়ারিং মিটিং এ প্রধান অতিথি ‘নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সাহসী উদ্যোগ ২ অক্টোবর/২০২৪ সকাল ১০টায় দাতা সংস্থা ডডউচ-এঈ- এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ‘কয়ার’এর পাঁচ পর্বের ৩য় ধাপের দুইদিন ব্যাপী শেয়ারিং মিটিং চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার আলহাজ্ব ড. অলি আহমদ বীর বিক্রম হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা এনজিও সমূহের সমন্বয়কারী রাসেল চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে ওডেব’র এ সামাজিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এস কফিল, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, কারাতে প্রশিক্ষক নুরুল আজিম, সুরাইয়া শারমিন, মো: মহসিন পায়েল ও তৌফিক আলম চৌধুরী, রতন দাশ, মাহামুদুল হক প্রমুখ।

অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন মুহাম্মদ ফয়েজুল আবেদীন, শ্রাবন্তী মজুমদার জুই, সজল দে, মোঃ আলাউদ্দীন, বন্দনা বড়ুয়া, লাবণ্য শীল সানি ও হা চিনু মার্মা প্রমুখ।

মন্তব্য করুন