নিউজগার্ডেন ডেস্ক: বিএন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর মিথ্যা ও হুলিয়া প্রত্যাহারের দাবীতে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বি. এন.পির আহবায়ক সদস্য জননেতা মোহাম্মদ সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের নতুন পাড়া থেকে শুরু হয়ে বড়দিঘীর পাড়ে মিছিলের মাধ্যমে সমাপ্ত হয়।
চ.বি ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বি. এন.পির লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মু. খুরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা সেলিম চেয়ারম্যান বলেন স্বৈরশাসক খুনী হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎ পেতে বসে আছে।
তারা অন্তর্ববর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে এবং জনাব তারেক রহমানের রাজনৈতিক মামলা সমূহ প্রত্যাহারে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রের সর্বস্তরে ঘাপটি মেরে থাকা খুনী হাসিনার দোসরদের সরিয়ে দিতে হবে এবং তারেক রহমানের রাজনৈতিক মামলা সমূহ প্রত্যাহার করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন চ.বি ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম আব্দুল্লাহ আল নোমান, বি.এন.পি নেতা মোঃ ইব্রাহিম,, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত চৌং, সহ-সাধারণ সম্পাদক জামাল চৌং, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম,মোহাম্মদ রফিফ,লোকমান,টিকলু তালুকদার, ইলিয়াস,,যুবদল নেতা ইকবাল, বখতিয়ার, মহিউদ্দিন, আলী হোসেন রুবেল, শ্রমিকদল নেতা মানিক, মো: রুবেল, জনি,বাবুল,সুমন,তারেক চৌং,জনি, কাজী শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।