প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধদের দাবিতে ওলামা- জনতা ঐক্য পরিষদের মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলেম ও নাগরিকদের গুম-খুনের মূল কারিগর, পিলখানা গণহত্যার খলনায়ক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে উলামা-জনতা ঐক্য পরিষদ।

আজ ২ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জিহাদ ইসলামের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় চট্টগ্রামের বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কায়্যুম ফতেহপুরী, সাকিব আল মামুন, আইমান কাসির, চৌধুরী আবির হাসান, হাফেজ আব্দুল্লাহ নোমান ও শোয়াইব আব্দুল্লাহ।

বক্তারা বলেন, এই দেশে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম, ওলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের দরবারে ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তিস্থল সাজাতে প্রথম আলো ও ডেইলি স্টার একক ভাবে ভূ
মিকা রেখেছে।

ইসলামী সংগঠন গুলোর সমাজ সেবামূলক, মানবিক কর্মকাণ্ড গুলো কখনো তাদের পত্রিকায় প্রকাশ করেনি। শুধু ফ্যাসিস্টদের পক্ষে মিথ্যা দালালি করেছে। বিশেষ করে ১/১১ ঘটিয়ে হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছে প্রথম আলো এবং ডেইলি স্টার।

আমরা মনে করি প্রথম আলো এবং ডেইলি স্টাররা থেকে যাওয়া মানে শেখ হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়ানো এবং অগণিত ছাত্রজনতার তাজা রক্তের সাথে গাদ্দারি করার শামিল।

আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো ভারতীয় পেইড প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল পূর্বক দ্রুত নিষিদ্ধ করত: বিচারের মুখোমুখি করে ভবিষ্যতে এমন জীবন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অন্তরায় নিশ্চিত করতে হবে এবং দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। বিশেষ মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করা হয়।

 

মন্তব্য করুন