
আজ ১১ নভেম্বর/২০২৪ সকাল ১০টায় ওডেব’র মোহরা প্রকল্প এলাকায় শাপলা ক্লাব মিলনায়তনে দাতা সংস্থা WWDP-GC-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট করার এর ২দিন ব্যাপী বিকল্প বিরোধ নিস্পতি ওরিয়েন্টেশন সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
অগনাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডের নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে । এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পুড়ে সাদাদ্দিক উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নে বিকল্প বিরোধ নিষ্পত্তি ওরিয়েন্টেশন সমাজকর্মী মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, মাহফুজা বেগম, হাছিনা বেগম রোকছানা বেগম জুলেখা বেগম, বেবী বেগম রোকেয়া আকতার রত্না দাশ, সুমি দাশ, আয়েশা বেগম , লায়লা বেগম , মিনা আকতার, রোজিনা কোম, হালিমা বেগম ও কৃষ্ণা দে এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন মুহাম্মদ ফয়েজুল আবেদীন, সজল দে , মো: আলাউদ্দীন ও বন্দনা বড়ুয়া।