ওডেব’র নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ (২৫/১১/২৪ থেকে ১০/১২/২৪পর্যন্ত) উদযাপন উপলক্ষে ইএসসি রাইটস সংগঠন ওডেব দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডি পি-জি সি এর সহযোগিতায় চাট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চান্দগাঁও থানা এলাকায় শুরু হয়েছে নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে ১৬দিন ব্যাপী কার্যক্রম র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রদর্শন।

ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় চন্দনাইশ বরমা ওডেব মিলনায়তনে ২দিন ব্যাপী টিওটি অন স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা বন্দনা বড়–য়া কাকলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, শ্রাবস্তী জুই, মিনু চৌধুরী, অনুপমা সাহা, হাসিনা বেগম, মিনতি বৈরাগী, পপি আকতার, সজল দে, রতন দাশ, ফয়জুল হাকিম, মাহামুদুল হক ও ফয়েজুল আবেদীন প্রমুখ।

বিকেল ৪টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রদর্শন।

মন্তব্য করুন