
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতের ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ত্যাগ ও কুরবানির মধ্যে দিয়েই ইসলামকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করতে হবে। যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছে তাদের জান ও মালের পরীক্ষা দিতে হয়েছে। আজকে আমরা যারা ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি তাদেরকেও অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মহান আল্লাহ তায়ালা আমাদের পরকালে পুরস্কৃত করবেন।
৬ নম্বর পূর্ব ষোলশহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নিকট যে কোন বিপদ, জুলুম- নির্যাতন আসলে তা হাসি মুখে মেনে নিতে হবে। মহান আল্লাহকে রব হিসেবে মনে প্রাণে মেনে চলতে হবে। নবী-রাসুলসহ সাহাবীগণ যেভাবে বিপদে-আপদে মহান আল্লাহর উপর ভরসা করেছেন আমরা শপথের কর্মী হিসেবে সেভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে।
৬ নম্বর পূর্ব ষোলশহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের আমীর মোহাম্মদ ইসমাইল, এসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে আজাদ চৌধুরী, জামায়াত নেতা লিয়াকত আলীসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে চান্দগাঁও থানা জামায়াতের আমীর মোহাম্মদ ইসমাইল বলেন, ইসলামই মানবতার একমাত্র মুক্তির পথ। ইসলামী আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন)দের ব্যক্তিগত আমল-আখলাক সুন্দর করতে হবে। কুরআন-সুন্নাহর অনুসরণ করতে হবে। সামষ্টিকভাবে ইকামাতে দ্বীন কায়েমের প্রচেষ্টায় সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। তিনি রুকনদের সকল কাজের কেন্দ্রবিন্দু যাতে মহান আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য হয় সেদিকে লক্ষ্য রাখার বিশেষভাবে গুরুত্ব দেন।