
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং-বি-২১৪৩, চট্টগ্রাম বিভাগীয় কমিটি, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২০৯০ এবং আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সদরঘাট থানাধীন মাঝিরঘাট মোড় লবণ মাঠে আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা হইতে রাত ১২টা পর্যন্ত দেশ বিদেশের খ্যাতিমান ক্বারীদের মাধ্যমে সুললিত কণ্ঠে আল-কোরআন তিলাওয়াত অর্থাৎ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভার, সহ সভাপতি আবু তাহের মাস্টার, সাধারণ সম্পাদক সবুজ সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরি সভাপতি নুরুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা তৈয়ব।