দেশীয় সংস্কৃতি রক্ষায় “জাসাস” অগ্রণী ভূমিকা পালন করছে: মীর হেলাল

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কমিটি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত ১৫ বছর যারা স্বৈরাচার দোসরদের সহযোগী ছিল যারা মামলা হামলার ভয়ে ঘরে পা গুটিয়ে বসেছিল তারা এখন রাস্তায় নেমেছে। স্বৈরাচারের দোসর, জাতীয় পার্টির দালাল, চোর- ডাকাত দিয়ে দল ভারি করার চেষ্টা করছে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ জানে দুঃসময়ে কারা বিএনপি’র প্রকৃত সৈনিক ছিল। কোন দালাল, চোর, ডাকাত কখনো বিএনপি’র বা জিয়ার সৈনিক হতে পারে না। আমরা কোন চোর ডাকাত দিয়ে দল ভারি করতে চায় না। দুঃসময়ে যারা মাঠে ছিলাম তারাই প্রকৃত জিয়ার সৈনিক।

বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা “জাসাস” হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মীসভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিকালে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন দেশীয় সংস্কৃতি রক্ষায় “জাসাস” অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধুই গান বাজনা নয়, সংস্কৃতির মাধ্যমে একটি জাতিসত্তার পরিচয় প্রতিফলিত হয়।

জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহ’র সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ম্যারিন সাইন্সের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

তিনি বলেন, একজন পরীশিলিত রাজনৈতিক কর্মী তৈরিতে জাসাসের ভূমিকা অনস্বীকার্য । দেশীয় সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতার মাধ্যমে দেশ গঠনে জাসাস কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ডা. রফিকুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপি’র সদস্য সচিব অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ শুক্কুর।

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন দীপ্ত কমল সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ, সঙ্গীতশিল্পী এহতেশাম সিদ্দিকী জুয়েল, শাহাদাত খন্দকার, মুকুল আনোয়ার, জসিম উদ্দিন তালুকদার, খোরশেদ আলম, হেলাল খান, এডভোকেট তারেক হোসেন, শাহাদাত হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

এ সময় জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ জাসাস এর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।

মন্তব্য করুন