‘শীত বাড়ছে, কাঁপছে দেশ’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “প্রাকৃতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার এখনও পুরোপুরি সক্ষম নয়। এই সময়ে সামাজিক সংগঠনগুলোই ত্রাণকর্তার ভূমিকা পালন করে। শীত বাড়ছে, আর শীতার্ত মানুষজন অসহায় হয়ে পড়ছে। তাই সামাজিক সংগঠনগুলোকে দ্রুত শীতার্তদের পাশে এগিয়ে আসতে হবে।”

২৩ ডিসেম্বর চট্টগ্রামের শুলকবহর এলাকায় বোনানজা ক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচি শেষে তিনি বোনানজা ক্লাবের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

“একটি শীতবস্ত্র, একটি হাসিমুখ” স্লোগান নিয়ে মহান বিজয়ের মাস উপলক্ষে বোনানজা ক্লাব প্রতিবছরের মতো এবারও “উইন্টার লাভ” প্রজেক্টের আওতায় মাসব্যাপী শীতার্তদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রজেক্টের তৃতীয় ধাপে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রজেক্টের প্রথম পর্যায়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনমজুর ও শ্রমজীবীদের মাঝে এবং দ্বিতীয় পর্যায়ে হাফেজে কুরআনদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। তৃতীয় পর্যায়ের কার্যক্রমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে শীতকালীন ভালোবাসার উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোনানজা ক্লাবের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আতহার শিহাব জাকী এবং সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও ক্রীড়া সংগঠক শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুব রুমি, এক্সিকিউটিভ কমিটির সদস্য লোকমান হাকিম, প্রজেক্ট সদস্য সচিব শফিউল হাসান এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ত্বকের সুরক্ষার জন্য ভেসলিন এবং দেশপ্রেম জাগ্রত করার অংশ হিসেবে জাতীয় পতাকা উপহার দেওয়া হয়। ক্লাব সভাপতি শাহেদুল ইসলাম মাসব্যাপী প্রজেক্ট সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন