বিপিএমবিএস চট্টগ্রাম নগর কমিটির সভাপতি জসিম ও সচিব আজিজ

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি (বিপিএমবিএস) এর চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাংবাদিক এম. ইবরাহীম পাটোয়ারী এবং ভারপ্রাপ্ত মহাসচিব সাহিদুজ্জামান বিপ্লব ১৮ সদস্যের নতুন নগর কমিটি অনুমোদন দিয়েছেন।

এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডঃ মোহাম্মদ জসিম উদ্দিন এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজ।

২৭ ডিসেম্বর ঢাকার কাওরান বাজারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ভবন মিলনায়তনে বিপিএমবিএস-এর উদ্যোগে “বর্ষপূর্তি ও বিজয় উৎসব ২০২৪” এবং হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ জসিম উদ্দিন এবং অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজকে তাদের নতুন দায়িত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেন।

এই কমিটি চট্টগ্রাম মহানগর অঞ্চলে পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় কার্যক্রম জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন