
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে মৎস্যজীবীদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার ইয়াকুব নগর এলাকায় এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন।
এসময় তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো দুর্যোগে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি। বিগত ক্ষমতাসীনদের সীমাহীন লুটপাটের ফলে মানুষের অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে। তাই বিএনপি চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না পায় সেজন্য এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।
তিনি বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারকে বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছর আগে যে ৩১ দফা দিয়েছিলেন তার একটি দফা ছিল নিরপেক্ষ নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। ওই ভোটে যারা জয়ী হবেন তাঁরাই দেশ চালাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।
মৎস্যজীবীবদলের আহবায়ক মো. ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাগরের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন, বিশেষ অতিথি কোতোয়ালী থানা বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ, সোহেল ওসমান মামুন, রবিউল ইসলাম, মো. মিয়া, মো. হাশেম, মো. তারেক, আশরাফ উদ্দিন, সফি সওদাগর, জামান উদ্দিন, মো. আলম, আবদুল খালেক, আব্দুল আজিজ, আব্দুস শুক্কুর, মো. ইসহাক, মো. সুমন, জামাল উদ্দিন, মো. শাহেদ, শাহনেওয়াজ তুষান, মো. সুজন, বাপ্পি, মৎস্যজীবীদলের জসিম উদ্দিন, মো. জসিম, মো. রনি, মো. খালেদ, আবদুল আজিজ, মো. নুরু, মো. রাসেল, মো. আলাউদ্দীন, জাহাঙ্গীর আলম, মো. আরমান, খুরশেদ আলম প্রমূখ।