
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে প্রচেষ্টা রয়েছে। যা ইতিমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।
তিনি আরও বলেন, আমরা শীত মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে।
চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মুহুরিপাড়া আবাসিক এলাকায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর ইমরানুল হক এর সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারী মাকছুদুর রহমান এর সঞ্চালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা আমীর আবদুল গফুর, ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মীর হোসেন, গুলবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হুদা, মনসুরাবাদ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ওমর ফারুক ভূইয়া প্রমুখ।