শোলক বহর ওয়ার্ডের স্টাফদের মাঝে কম্বল বিতরণ

ইংরেজি নববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৮নং শুলক বহর ওয়ার্ডের ওয়ার্ড অফিসে ৮ নং শোলক বহর ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী ও স্টাফদের মাঝে উপহার সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করা হয়।

পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আরমান রনির সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা জাবেদ সাফায়েত এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, আমাদেশ পত্রিকার ব্যুরো চীফ, সিডিএ মেম্বার, সম্মিলিত পেশাজীবী চট্টগ্রামের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জিন্নাত রাজ্জাক জিনিয়া।
ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ফরিদ আহমেদ, ৮ নং শুলক বহর ওয়ার্ডের সচিব মোজাম্মেল হক, মহানগর যুবদল নেতা মোহাম্মদ জাবেদ, সাবেক ছাত্রনেতা ফয়সাল জিয়া, মোহাম্মদ বাবুল,
পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মোঃ হানিফ, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান ছোটন, ওয়ার্ড পরিদর্শক মোঃ আব্দুস সাত্তার রাসেল, সুপারভাইজার মোহাম্মদ আবু জাবেদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী দু: শাসনের আমলে ওয়ার্ড কার্যালয় ও কার্যক্রম গুলো একটি অপরিকল্পিত ভাবে করাই নগর জীবনে মানুষের স্বাভাবিক জীবন মান অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে।

আগামীতে এসব চট্টগ্রাম শহরকে গ্রীন সিটি হেলদিসিটি করতে হলে আপনারা যারা ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী দায়িত্ব বলেন তাদের ভূমিকায় সর্বোচ্চ থাকতে হবে।
তাহলে এই নগরীকে সুন্দর ভাবে গড়ে তোলা সহজ হবে।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, আগামীতে দিনের ভোট রাতে হবে না সকল ভোটার নির্বিঘ্নে তার কেন্দ্রে ভোট দিতে পারবে। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে প্রতিটি নাগরিককে ভোট কেন্দ্রে যেতে হবে এবং অন্যকে ভোট দেওয়ার জন্য আহবান করতে হবে। এই ওয়ার্ডকে গ্রীন সিটি এলজি সিটি করতে আপনাদের ভূমিকা অপরিসীম থাকবে।

মন্তব্য করুন