
নিউজগার্ডেন ডেস্ক: রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড (আরডিএল) হোটেল অ্যামব্রোসিয়া, আগ্রাবাদ-এ বার্ষিক পার্টনার মিট প্রোগ্রাম উদযাপন করেছে। চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠানটি ডিলার এবং পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শেষ হয়।
রহিম আফরোজ উদ্ভাবন ও উৎকর্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে একত্রে সাফল্যের যাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সদিচ্ছা ও প্রতিশ্রুতির ৭১ বছরের ঐতিহ্যে ৭১ বছরের নৈতিক ব্যবসা এবং উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে, রহিম আফরোজ বাংলাদেশের অটোমোটিভ ব্যাটারি, টায়ার এবং আইপিএসের বাজার নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গুণগতমান ও সেবার প্রতি তাদের অঙ্গীকার বহু প্রজন্ম ধরে আস্থা অর্জন করেছে।
নওয়াজ এ রহিম বলেন, “আমাদের ডিলাররাই আমাদের সাফল্যের মেরুদণ্ড। আমরা পারস্পরিক আস্থা ও সহযোগিতার এই যাত্রা উদযাপন করি।”
অনুমোদিত ডিলারদের একত্রিত করে সহযোগিতা ও সাফল্য ভাগাভাগি করার লক্ষ্যেই এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, আমাদেশ পত্রিকার ব্যুরো চীফ, সিডিএ মেম্বার, সম্মিলিত পেশাজীবী চট্টগ্রামের সভাপতি জাহিদুল করিম কচি।
উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার এবং নওয়াজ এ রহিম, প্রধান বিক্রিয়য়, মার্কেটিং এবং সার্ভিস। এই প্রোগ্রামে Dunlop Tyres Ges Rahimafrooz IPS এর সেরা পরিবেশকদের পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একটি আকর্ষণীয় লটারি প্রোগ্রামও আয়োজন করা হয় যা উপস্থিত সকলকে আনন্দ ও মিলনের অনুভূতি প্রদান করে।