
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে অতিরিক্ত আইজিপি (অব:) মাহবুব হোসেনের পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন কুমিল্লাহর হোমনা থানার বাসিন্দা আদম বেপারি শফিকুল ইসলাম ও তার ভাই শাহ আলম। মানবাধিকারকর্মী এম. আবু আলমসহ কয়েকজনের কাছ থেকে বিদেশের ভিসা দেওয়ার শর্তে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন তিনি। প্রতারিত এম. আবু আলম, শফিকুল ইসলাম ও তার ভাই শাহ আলমের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৬৩৭/২৪ (ডবলমুরিং) ২৩/০৪/২০২৪ ইং। ভুক্তভোগীদের ভয় দেখাতে এই আদম বেপারিরা ব্যবহার করছিল অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের ছবি। এদিকে আজ আদালত কর্তৃক শফিকুল ইসলাম ও তার ভাই শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মুঠোফোনে শফিকুল ইসলামের সাথে মামলার ব্যাপারে জানতে চাইলে, তিনি জানান এটা একটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলা। মামলার গ্রেফতারী পরোয়ানার ব্যাপারে তিনি জানান, জামিন নিয়ে প্রতিবাদ দেবো।