চট্টগ্রাম চেম্বারের সদস্য অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম চলমান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের অন্যতম প্রাচীন ও শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নতুন সদস্য পদের আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই করে হালনাগাদ ও অন্তর্ভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে একটি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হবে এবং অন্তত নির্বাচনের ৮০ দিন পূর্বে নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচন তপশিল ঘোষণা করা হবে।

বাণিজ্য সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারকের শর্তানুযায়ী নির্বাচন তারিখের ১২০ দিন পূর্বে অন্তর্ভুক্ত নতুন সদস্যগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচনে অংশ্রগহণ করতে আগ্রহী ব্যবসায়ীগণকে আগামী ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. এর মধ্যে চট্টগ্রাম চেম্বারের সদস্যপদ গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া চেম্বারের নিয়মিত সদস্য অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন