সৎ নেতৃত্বের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রশিবিরের বিদায়ী সদস্যদের এগিয়ে আসার আহ্বান: শাহজাহান চৌধুরী

দেশের জনগণ স্বাধীনতা লাভের পর থেকেই অসৎ নেতৃত্বের যাঁতাকলে পিষ্ট হয়ে আসছে। জনগণের মাঝে সৎ নেতৃত্বের আকাঙ্ক্ষা বরাবরই তীব্র। এই আকাঙ্ক্ষা পূরণে ছাত্রশিবিরের ভূমিকা অপরিসীম। তাই ছাত্রশিবিরের এই বছরের বিদায়ী সদস্যদের সৎ নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।

১৪ জানুয়ারি নগর জামায়াত অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর আ.জ.ম উবায়েদুল্লাহ, নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস এবং মোর্শেদুল আলম চৌধুরী, মাওলানা খায়রুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি লুৎফর রহমান, প্রফেসর সাইফুল ইসলাম, আবু বকর, এবং নগর শিবিরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির জন্য সৎ নেতৃত্ব গঠন এবং নৈতিক উন্নয়নে। ছাত্রশিবিরের ভূমিকা অপরিহার্য। নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারা উপস্থিত সদস্যদের আহ্বান জানান।

মন্তব্য করুন