বিএনপির রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য: এস এম সাইফুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম বলেছেন, বর্তমানে শীতের তীব্রতায় অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবন যাপনও করতে পারছে না। তাই এই শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ভুলে যায়নি। বিএনপির রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। তাই বিএনপি নেতাকর্মী ও সমাজের বিত্তবানদেরও দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসা উচিত।

তিনি শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে নগরীর দেওয়ান হাট মোড়ে ২৩ নং উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না পায় সেজন্য এসব মানুষের পাশে দাঁড়াচ্ছে।বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।বিএনপির পক্ষ থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাজী মো. মহসীনের সভাপতিত্বে ও বিএনপি নেতা সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম এ হাসেম। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সোহেল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, মো. আলমগীর, মো. পারভেজ, মো. বাবুল, মো. হাসান, মো. লিটন, আবদুল মাবুদ, মো. ইউছুফ, জকির খান, মো. হাসনাত, মো. আজাদ প্রমূখ।

মন্তব্য করুন