
নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও খাজারোড সবানঘাটা ৫ নং ওয়াসা আবদুল কাদের মিস্ত্রি বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো: সেকান্দর (৭৮) গতকাল ১৭ জানুয়ারী (শুক্রবার) রাত ৮ টায় চমেক হাসপাতালে ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাংবাদিক কামরুল হুদা, মো: জাফর, মো: আলাউদ্দিন, মো: ইকবাল, মো: মনজুরুল আলম, গাজী ইদ্রিস, মো: আলী আজগর (শুক্কুর), মাসুদুল সুমন, মো: বেলার, মো: আমজাদ, মো: তানভীর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
খবরটি পড়েছেনঃ ১৬