আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: নগরীর বন্দর থানাধীন হাজী শেখ আব্দুল আলী মালুম বাড়ী ও লালমিয়া সওদাগর বাড়ীর যৌথ উদ্যোগে প্রথম বারের মত আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট – ২০২৫ স্থানীয় হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।

গত ২৪ জানুয়ারী টুর্ণামেন্টের উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন আলহাজ্ব শাহাজাহান শরীফ। টুর্ণামেন্টে মোট ২৪ টি দল অংশ গ্রহন করেছে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্টিত হচ্ছে। এ পর্যন্ত ১৬ টি খেলা সম্পন্ন হয়েছে।

গত রবিবার সুলতান আহমদ স্মৃতি সংসদ, মনোহর আলী স্মৃতি সংসদ,বাদশা মিয়া স্মৃতি সংসদ ও শেখ পাড়া ফুটবল ক্লাব মোট ৪ টি দল খেলায় অংশ গ্রহন করেন। প্রতিযোগীতা মূলক শান্তিপুর্ণ এ খেলায় সুলতান আহমদ স্মৃতি সংসদ এর মোঃ বাবু এবং শেখ পাড়া ফুটবল ক্লাবের মোঃ আজমকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করা হয়।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেন, সমাজ সেবন মোঃ নজরুল ইসলাম টিটু। উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ হোসেন, রেফারী নুরুল আফসার, মোঃ ইব্রাহীম, রহমত উল্লাহ, আন্দুল্লাহ ওমর বাহাদুর, শেখ মোঃ ফিরোজ , মোঃ আরিফ, এনাম, আবু বকর প্রমূখ।

 

মন্তব্য করুন