
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তূর্য্য এর সাথে ৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০ টায় সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহবায়ক মোঃ সেলিম হাফেজ এবং সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদকে সাঈদ আল নোমান তূর্য্যের পক্ষ থেকে তাঁতীদল লিখা সম্বলিত ক্যাপ হস্তান্তর করেন।
এসময় সাঈদ আল নোমান তূর্য্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো বাংলাদেশ বিনির্মাণে এবং গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার ও দারিদ্র্যতা বিমোচনের মুক্তির সনদ। রাজনীতি হবে জনকল্যাণমুখী। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, ধনী গরীবকে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে দেশ মেরামতের জন্য কাজ করতে হবে। তিনি তাঁতী দলের সফলতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা দাদন দরি সুরুজ, তাঁতীদলের যুগ্ম আহবায়ক আইয়ুব খান, আব্দুল মালেক, আবুল কাশেম, মোঃ সাজ্জাদ, মোঃ জসিম, মোঃ ফারুক, শাহ আলম, ডবলমুরিং থানা তাঁতী দলের সদস্য সচিব মোঃ কামাল, পাঁচলাইশ থানা তাঁতী দলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মোঃ মামুন, চান্দঁগাও থানা তাঁতী দলের আহবাযয়ক মোঃ জুয়েল, সদস্য সচিব কায়সার, আকবর শাহ থানা তাতী দলের সদস্য সচিব নেছার আহমেদ, সদরঘাট থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান আলী, চকবাজার থানা তাতী দলের আহবায়ক মোঃ মামুন, সদস্য সচিব মোঃ জাহেদ, বায়জিদ থানা তাঁতী দলের সদস্য সচিব বাবু ও রায়হান প্রমুখ।