আক্তারুজ্জামান সেন্টার ব্যাবসায়ী সমিতির নিকট চসিক’র বিন হস্তান্তর করছেন মারুফ চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিটি জায়গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিন বসানোর অংশ হিসেবে আক্তারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যাবসায়ী সমিতির আহবায়ক ইকবাল হোসেনের কাছে বিন হস্তান্তর করেন সিটি করপোরেশনের মেয়র এর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব সাহা,

এসময় মালিক সমিতির সদস্য মাহবুব কামাল মিঠু, মোহাম্মদ শাহজাহান, সরওয়ার কামাল, বাপ্পী নাথ, মুছা মামুন, আবুল খাইর মামুন, আব্দুল্লাহ আল হারুন, মুরাদ আল মাহমুদ, মফিজ উদ্দিন, ফয়সাল বিন কবির, শরিফ উদ্দিন, মোহাম্মদ সেলিম, নুরুল আমিন, মোহাম্মদ শরিফ, রোহবান আলম (রুকু) প্রমুখ ব্যবসায়ী বৃন্দ।

মন্তব্য করুন