
ওসমান চৌধুরী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নে রাতের অন্ধকারে রিজার্ভের ব্যাপক গাছ চুরির ঘটনা ঘটছে।
ধোপাছড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কেম্প পাড়ার উপরে রিজার্ভের নতুন বাগান নামে বিশাল মূল্যবান সেগুন বাগানের অবস্থান। বাগান থেকে অল্প জায়গায় অবস্থান ফরেস্ট বিট অফিস।
নতুন বাগানের উত্তর পূর্ব স্থানে ক্যাম্প পাড়া এই পাড়ায় বসবাস করে সরকারি ভিলিঝার ও হ্যাড ম্যান।
এই বিশাল আকৃতির সেগুন গাছটি মাটিতে পরার সময় তখন গভীর রাত ৩ ঘটিকায় এলাকাবাসি বিকট শব্দে ঘুম থেকে সজাগ হয়ে ঘর থেকে বের হলে নতুন বাগানের পাশে হ্যাড ম্যান নুরুল আমিন ও প্রশিক্ষণ রত রেঞ্জার গার্ড মহিউদ্দিন, বক্কর ও শহিদকে দেখতে পায় বলে নাম প্রকাশ না করার সত্বে এলেকাবাসিরা জানান।
প্রশিক্ষণ রত রেঞ্জার তৌসিফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়সারা জবাব দেন।
খোঁজ নিয়ে জানা জায় সাঙ্গু নদীর দক্ষিণ পারে শীলঘাটা নামক স্থানের কাঠ ব্যাবসায়ি বাচা সওদাগরের নিকট বিক্রি করা হয়।
পরে রেঞ্জার তৌসিফ আহমেদ স্থানীয় লেবার আবদুল খালেকের মাধ্যমে দুই টুকরো সেগুন গাছ অফিসে নিয়ে যায়।
স্থানীয় অধীবাসীদের অভিযোগ হ্যাড ম্যান যোগসাজসে এ গাছগুলো বিক্রি করে দিচ্ছে।