১৭ বছর ভোট না থাকায় একটি প্রজন্ম গণতন্ত্রের সৌন্দর্য বুঝতে পারছে না: হেলালী

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় একটি প্রজন্ম গণতন্ত্রের সৌন্দর্য উপলব্ধি করতে পারছে না। তাই এখনই সময় সর্বক্ষেত্রে ইসলামী গণতন্ত্রের চর্চা ও তার সৌন্দর্য তুলে ধরার।

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এমন কোনো কাজ করা যাবে না, যা মানুষের কষ্টের কারণ হয় বা অন্যের অধিকার হরণ করে।

এসময় তিনি সমাজে নতুন করে চাঁদাবাজি, লুটপাট ও অরাজকতা বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

৯ ফেব্রুয়ারি রাত ১০টায় এশিয়ান হাউজিং সোসাইটি বয়েস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণী ও এশিয়ান হাউজিং সোসাইটি কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাওলানা মাহবুবুল হাসান রুমী, মাওলানা মফিজুল হক, ডা. খালেদ বিন কবির, পারভেজ, আবু তাহের প্রমুখ।

মন্তব্য করুন