কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর সাথে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

এসময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠনের বৃহত্তর স্বার্থে দলের ত্যাগী নেতাকর্মী যারা বিগত ১৭-১৮ বছর ত্যাগ ও শ্রম দিয়েছে তাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে অতিদ্রুত সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সারা দেশের মধ্যে একটি সুশৃঙ্খল ও আদর্শ সংগঠন হিসেবে সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।

মন্তব্য করুন