কাজেম আলী মাস্টারের ৯৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ-ই চাঁটগাম কাজেম আলী মাস্টার ১৮৫২ সালের ১১ আগস্ট চট্টগ্রামের বহদ্দারহাটস্থ ফরিদাপাড়া এলাকায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

১৮৮৮ সালে প্রতিষ্ঠা করেন চিটাগং হাই স্কুল, যেটি বর্তমানে কাজেম আলী স্কুল এন্ড কলেজ নামে সুপরিচিত ১৯০৩ সালে বৃটিশ সরকার কাজেম আলীকে খাঁন বাহাদুর উপাধি দানের চেষ্টা করলে তিনি তা প্রত্যাখান করেন।

জনসেবার নিঃস্বার্থ কর্মী হিসেবে”কায়সার ই হিন্দ” গোল্ড মেডেল ও সার্টিাফকেট অফ অনার প্রদান করা হয়।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বৃটিশ বিরোধী আন্দোলন ব্যাপক ভাবে দাঙ্গা বাধে। এই সময় থেকে তিনি সক্রিয়ভাবে বৃটিশ বিরোধী ভুমিকায় অংশগ্রহন করে।

এই সময় তিনি ভারতের বিশিষ্ট খ্যাতিমান পুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, চট্টগ্রামের দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেন প্রমূখদের সহচর্য লাভ করেন।

১৮১১ সালে সম্রাট ৫ম জর্জের অভিষেক অনুষ্ঠানে তাকে ২য় বারের মত ”কায়সার ই হিন্দ” উপাধি দেয়া হয়।

১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের প্রতিবাদে কংগ্রেস খেলাফত দুর্বার জাতীয় আন্দোলনে গড়ে তোলার সময় চট্টগ্রাম এক বিশাল সভায় জনতা তাকে ”শেখ-ই-চাটগাম” উপাধি দিয়ে অভিনন্দিত করে।

১৯২৬ সালের ১২ ফেব্রুয়ারী দিল্লীতে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করেন। অধিবেশন চলাকালে জোড়ালো বক্তব্য উপস্থাপন করা কালে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে অধিবেশনে মৃত্যু কোলে ঢলে পড়েন এই মহান ব্যক্তিটি।

আজ ১২ ফেব্রুয়ারী উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্মরনসভা ও দোহা মাহফিল এর আয়োজন করা হয়।

স্মরনসভার সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আফছার মজুমদার স্বপন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি এক্স প্রিন্সিপাল গিয়াস উদ্দিন চৌধুরী, লুৎফুল কবির ভূঁইয়া এবং কাজেম আলী পরিবার থেকে উপস্থিত ছিলেন নগর চিন্তাবিদ ও সংগীত শিল্পী শাহরিয়ার খালেদ, টাইম এসেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানুল হক, সাইফুর রহমান, নাজিমুল হক, মাজেদুল হক, নাহিদুর রহমান ও ওয়াহিদ রনি প্রমূখ।

অনুষ্ঠান শেষে কাজেম আলী মাস্টার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি ও নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি নুরুল আফছার মজুমদার স্বপন সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন