
নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা আলম মাঝির রোডের সামনে রীতিমত চেকপোস্ট বসিয়ে ডাঙ্গারচর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাতায়াতকারী প্রতি ট্রাক থেকে দুইশত টাকা করে চাঁদা আদায় করা হয়।
প্রতিদিন কমবেশি ৫০টি ট্রাক থেকে ১০ হাজার টাকা সে হিসাবে প্রতিমাসে প্রায় তিন লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ট্রাক ড্রাইভাররা স্থানীয় ৫ নং ওয়ার্ডের মামুন, মোহাম্মদ নুর, আব্দুল সালাম, আব্দুল মালেক ও মোহাম্মদ আলী গং এর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করলে বা কম দিতে চাইলে হুমকি ধামকি এবং হেনস্থার শিকার হচ্ছেন ট্রাক ড্রাইভার ও হেলপাররা।
দক্ষিণ চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ট্রাক ড্রাইভার নেতৃবৃন্দ অভিযোগ করেন মামুন, নুর, সালাম, মালেক ও মোঃ আলী জুলধা আলম মাঝির রোডের সামনে একটি অফিস ঘর নির্মাণ করে সেখানে সঙ্ঘবদ্ধভাবে অবস্থান করেন এবং যাতায়াতকারী প্রতিটি ট্রাক সেখানে দাঁড় করিয়ে চাঁদা আদায় করেন। অভিযুক্তগণ বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপি নেতাদের লেজুড়বৃত্তি করেছে আবার বর্তমান সময়ে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন বিএনপি যুবদল শ্রমিক দলের নেতা হিসেবে। ট্রাক ড্রাইভাররা তাদের হাতে জিম্মি হয়ে তাদের এই চাঁদাবাজি মেনে নিতে বাধ্য হচ্ছেন।
এই চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ।