সাংবাদিক জাহিদুল করিম কচি পাচ্ছেন একুশে পদক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের প্রবক্তা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ পদক পাচ্ছেন।

তিনি এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও পেশাজীবী নেতা। তিনি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। কয়েক দফায় চাকরি হারিয়েছেন। এরপরও তিনি আপোষ করেননি পরাজিত শক্তির সাথে।

সত্য ও ন্যায়ের পথে লড়াই করে গেছেন নিরলসভাবে, ভয়ভীতি উপেক্ষা করে। তিনি ছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের সাহসের বাতিঘর।

৫ আগস্ট পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকায় ছিলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়ামে বই মেলায় বর্ষীয়ান এ সাংবাদিককে একুশে পদক প্রদান করা হবে।

বিগত বছরসমূহের ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য ব্যক্তিবর্গকে এবারও চসিকের একুশে পদক প্রদানের সিদ্বান্ত গ্রহণ করা হয়।

জাহিদুল করিম কচি দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় শীর্ষে পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

জাহিদুল করিম কচি দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই সাংবাদিক নেতার।

জাহিদুল করিম কচি জানান, ৫০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত। দীর্ঘ বছর পরেও হলেও কাজের স্বীকৃতি পেয়েছি, ভালো লাগছে। আমি চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে যোগ্য মনে করেছেন। ডা. শাহাদাত হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন। ২০২৪ সালের ৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।

মন্তব্য করুন