
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে ইন্টার ডিভিশন ক্রস কান্ট্রি রেস-২০২৫ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে একাডেমির ফুটবল গ্রাউন্ড হতে দৌড় প্রতিযোগীতা শুরু করে কেইপিজেড জেটি সম্মুখস্থ মোড় হয়ে কেইপিজেড টেক্সটাইল-২ রোড অতিক্রম করে সিইউএফ রোড পযর্ন্ত গিয়ে আবার একাডেমির ফুটবল গ্রাউন্ড পৌঁছে দৌড় প্রতিযোগীতা শেষ হয়।
একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর উক্ত প্রতিযোগীতার উদ্ভোধন করেন। অনুষ্ঠিত দৌড় প্রতিযোগীতায় পুরুষ ক্যাডেট ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। এতে বিচারকদের রায়ে মিজেন টপ ডিভিশন চ্যাম্পিয়ান, মেইন টপ ডিভিশন, রানার্স আপ এবং ফোর টপ ডিভিশন ৩য় স্থান লাভ করে। ফিমেল ক্যাডেটদের মধ্যে ৫৯ ব্যাচের ক্যাডেট সুমাইয়া হক ১ম, মারিয়া সুলতানা ২য় এবং তৈয়বা আফরিন মণিষা ৩য় স্থান অধিকার করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, নৌপ্রকৌ. মোঃ আতিকুর রহমান, খালিদ মাহমুদ, লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন, নৌপ্রকৌ. মো: আজিুজুর রহমান, নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী, মো: আনোয়ারুল ইসলাম, ক্যাপ্টেন মোজাহেরুল ইসলাম, প্রকৌ. মোহাম্মদ মাহমুদ মিয়া, প্রকৌ. মো: আবুল কালাম খান, প্রকৌ. প্রকৌ. মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, মো: খায়রুল বাশার, ডা. গৌতম দাশ গুপ্ত, আবু সা’দাত মো: আমানুল্লাহ, মোহাম্মদ শফিকুল আলম, আজিজুল হক, মে: কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, সামিউল ইসলাম, রাজেশ বড়ুয়া, মাহফুজুর রহমান, মোহাম্মদ জুয়েল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, ফরিদ আহমেদ খান, মাসুদ রানা, মোহাম্মদ নেজাম উদ্দিন, গোলাম হাফিজ প্রমুখ।
ক্যাডেটদের মধ্য হতে দ্রুততম মানব ১ম ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী মেল ক্যাডেটদের ক্যাডেট নং ৫৮০১, ৫৯১৮, ৫৮৭২, ৫৮৬৩, ৫৯১১, ৫৮২৬, ৫৯৪৭, ৫৮২৯, ৫৮২৫, ৫৮২৭, ৫৭৯৬, ৫৮৮২, ৫৮৫০, ৫৯১৪, ৫৮৫৬, ৫৯২২, ৫৮৭৭, ৫৯০৫, ৫৮০৬, ৫৮৩৫ ।
কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, এ্যাডজুটেন্ট (অতিরিক্ত দায়িত্ব) লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন ও ডিভিশনাল অফিসারগণ বিজয়ী ক্যাডেটদের মাঝে কাপ, ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন।