ভোগ্যপণ্যের সিন্ডিকেট রুখতে পাইকারি বাজারে নজরদারি রাখছি: মেয়র ডা শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, দেশে রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভাগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে গরীব অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। এবার চট্টগ্রামে চোরাকারবারি, মজুতদারি ও মুনাফালোভীদের গরিবের হক নষ্ট করতে দেওয়া হবে না। তাদের কঠোরভাবে দমন করা হবে।

তিনি ২৪ ফেব্রুয়ারি রাত ১১ টায় নগরীর সৈয়দশাহ রোড এলাকায় বাকলিয়া থানা যুবদল আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সাথে আমরা বসেছি। তাদের অনুরোধ করেছি, রমজানে যাতে দ্রব্যমূল্য সহনশীল থাকে। তারা আমাদের আশ্বস্ত করেছে। তারপরও আমরা প্রত্যকটি বাজার, বিশেষ করে পাইকারি বাজারে নজরদারি রাখছি। যাতে করে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্য ইচ্ছে করে দাম বাড়াতে না পারে।

রমজান মাসে ইবাদত প্রসঙ্গে বলেন, রোজার মাসে রশনা ও বাসনা দুটোই আপনারা সংযত রাখবেন। এ সংযত রাখতে পারলে রোজা কবুল হবে। রমজানে বেশি বেশি প্রার্থনা করে নাজাত ও রহমত আদায় করে নিতে হবে। যে বান্দা রোজা পেয়েছে, তার গুনাহ মাফ হয়নি, তারমতো দুর্ভাগা কেউ নেই।

মেয়ের বলেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবার চেয়ে মহৎ কাজ আর নেই। সে কারণে সামর্থ অনুযায়ী প্রত্যেকের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন আরও বলেছেন, পবিত্র রমযান মাস মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এইমাসে মহান আল্লাহতাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেন। এই মাসে বদর যুদ্ধ সংঘটিত হয়। পবিত্র লাইলাতুল কদর এই মাসের মধ্যেই আমরা পেয়ে থাকি। ইসলামের পাচঁটি স্তম্ভের মধ্যে সাওম অতীব গুরুত্বপূর্ণ। এর প্রতিদান আল্লাহতাআলা নিজেই প্রদান করেন। সাওম আত্মশুদ্ধির অন্যতম উপায়। এই মাসের আরেকটি ফজিলত পূর্ণ মুহূর্ত হল ইফতারের সময়। একজন রোযাদাদের জন্য এই দিনটি আনন্দের সময় হল ইফতার ও আল্লাহর কাছ থেকে প্রতিদান গ্রহণের মহূর্ত। এই মাসে প্রত্যেক বিত্তবানের উচিত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। একটি চক্র এই মাসে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে থাকে। অথচ আমাদের উচিত ছিল পবিত্র রমযান উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব বিষয়ে জনগণের কষ্ট লাগবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনগণের সব বিষয় নিয়ে পাশে যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আসন্ন রমজান উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমার মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এদেশের সব বিত্তশালী ও ক্ষমতাবানদেরকে দেশের তৃণমূলের কাছে যাওয়ার এবং তাদের দুঃখ দূর্দশা অনিভব করে তাদের যাবতীয় কষ্ট লাগবে সচেষ্ট হওয়ার আহবান জানাচ্ছি। আসুন রমজানের সিয়াম সাধনা পালনের মাধ্যমে আমরা এই মাসের শিক্ষা ও দীক্ষাকে নিজেদের জীবনে প্রতিদলিত করি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু।

বাকলিয়া থানা যুবদল নেতা মো: মিজান ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনয়র সহ সভাপতি রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

এতে উপস্থিত ছিলেন, জিয়াউল হক মিন্টু, মোস্তাকিম মাহমুদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মূছা, জাবেদুল হক, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো: মুরাদ, মো: জাহেদ, মনজুর মোর্শেদ, মো: রাশেদ, মো: রায়হান, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ ইউনুস, আব্দুর রশিদ প্রমুখ।

মন্তব্য করুন