
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবে ফ্যসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেনো, রক্তে রঞ্জিত জাতীয় ঐক্যে তারা ব্যর্থ হতে বাধ্য। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না। যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না। তাড়াতাড়ি নির্বাচন হলে কোন ষড়যন্ত্র টিকবে না। নির্বাচন দির্ঘায়িত হলে ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে। তাই সকলকে সতর্ক থাকতে হবে, শপথ নিতে হবে দেশরক্ষার।
তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ ধুমপাড়া ঈদগাহ মাঠে আসন্ন মাহে রমজান উপলক্ষে বন্দর থানা বিএনপি নেতা হাজ্বী মো. আব্বাছ উদ্দীনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
বন্দর থানা বিএনপি নেতা আব্বাছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী কামাল উদ্দীন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, হাজী জমির আহমেদ, হাজী মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, বিএনপি নেতা তাজ উদ্দীন, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, আবদুর রহিম, আবু রায়হান চৌধুরী, শাহেদা খানম মালা, ফাতেমা কাজল, আবদুর নুর মিঠু, আরিফুর রহমান আরিফ, জাহাঙ্গীর আলম প্রমূখ।