ধোপাছড়ী ১নং ওয়ার্ডে আগুনে পুড়ে ৩ টি পরিবার নিঃস্ব

ওসমান চৌধূরী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে গতকাল দুপুরে তিনটি ঘর আগুনে পুড়ে নিঃস্ব যায় বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আনুমানিক ১২টায় আগুনের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরগুলো হলো মর্জিনা বেগম, মরিয়ম খাতুন ও একজন ভাড়াটিয়া আম্বিয়া বেগম।

তারা সবাই পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ীর পেছন থেকে আগুনের সুত্রপাত।

ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির কেহ বলে চুলা থেকে আগুন লাগে কেহ বলে বিদ্যুৎ সটসার্কিট বলে মন্তব্য করে।

পরিবারের মর্জিনা বেগম বলেন, তার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সবাই ছদাহ নামক স্থানে চলে যায়। অন্যরা খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে চলে যায়। ঘরে তখন কেহ উপস্থিত ছিলেন না বলে জানা যায়।

আগুনের খবর পেয়ে এলাকাবাসি ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় জনগণ জানায়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোন সাহায্যে সহযোগিতা মিলেনি। এই তিনটি পরিবার খুবই অসহায়।

 

মন্তব্য করুন