
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, আগামী সাধারণ নির্বাচনের আগেই বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে তাদের সকলের মতের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
এ কারণে এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এই দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা মহানগরীর থানা ও ওয়ার্ড থেকে গ্রাম পর্যায়ে ছোট ছোট কর্মসূচি আকারে ছড়িয়ে দিতে হবে।
বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। তাই যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে।
তিনি শুক্রবার (৭ মার্চ) বিকালে নগরীর কাজীর দেউরী কাঁচা বাজারের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য।
এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, সফিক আহমেদ, রফিকুল ইসলাম সরদার, গিয়াস উদ্দিন বাবলু।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন সরদার, ইমতিয়াজ উদ্দিন তারেক, আবুল বাশার, মো. শামসুদ্দোহা, নাছির উদ্দীন, আবুল কালাম, নাদিয়া নাসরীন নিপা, তৌহিদুল আলম বাবু, যুবদল নেতা মো. ইদ্রিস সবুজ, আবদুস সাত্তার, জিয়া উদ্দিন বাবলু, এনামুল হক এনাম, আব্বাস উদ্দীন, আবুল হোসেন, রাশেদুল আলম রিপন, ইফতেখার আলম, মো. একরাম, মো. সফিক, মামুন মিয়া প্রমূখ।