সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মোশাররফ হোসেন দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন যত দেরী হবে ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি তত লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব এলাকায় শিল্পায়ন ও কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করা হবে।

তিনি আজ ৮ মার্চ (শনিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান’র পক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অসহায় দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে দুপুর ৩ টায় আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনীর বায়তুল আকসা মাদ্রাসা মাঠে আকবরশাহ থানা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজু ও থানা যুবদল নেতা রুবেল হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি সভাপতি জমির আহমেদ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক সহ সভাপতি একেএম ফজলুল হক সুমন, মিয়া হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, থানা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন কোঃ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাহাঙ্গীর, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ ইউনুস, ওয়ার্ড বিএনপি সম্পাদক আবু হানিফ ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম বাপ্পি, জহিরুল ইসলাম লিটন, নুর উদ্দিন নাইম, সাজ্জাদ, বাবু, রাফি, তামিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন