দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী’র সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন পিয়েল এর সঞ্চানলায়ে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, কোতোয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোস্তফা আমানউল্লাহ, হাসান আলী, সিরাজুল হক, হাজী মোঃ আলমগীর, মহানগর যুবদল নেতা আলাউদ্দিন, আখতার মিয়া, শওকত নেওয়াজ, ইয়াকুব আলী জুয়েল, মোরশেদ আলী, হামিদ, এরশাদ উল্লাহ, হেলাল উদ্দিন , ওমর আলী রনি, তোফাজ্জেল হোসেন মানিক আসিফ , মহিউদ্দিন, মানিক, রাসেল।

এসময় সিটি কর্পোরেশনকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম শহরের নাগরিক সেবা আরও সহজ করতে একটি অ্যাপ চালু করার পরিকল্পনা চলছে। এই অ্যাপের মাধ্যমে সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং ময়লা-আবর্জনার ছবি আপলোড করলে তা দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্যাও সহজেই রিপোর্ট করা যাবে।

জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর বিষয়ে মেয়র বলেন, “সিডিএ, বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ, খাল ও নালা পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী বছর জলাবদ্ধতা সমস্যার সমাধানের লক্ষ্যে চলমান প্রকল্প শেষ হবে বলে আশা করছি।”

পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক ও পলিথিন ব্যবস্থাপনায় এনজিওগুলোর সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি বলেন, “এক কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল, চার কেজি প্লাস্টিকের বিনিময়ে একটি মাছ বা মুরগি দেওয়ার মতো কর্মসূচি শুরু হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে।”

সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “এই শহর সবার, একক কারো নয়। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখা সম্ভব।” অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন