
আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন তিনশর বেশি মানুষ।
৮ মার্চ শনিবার সকালে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ এবং ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়।
এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায়বিচারের দাবি করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা।
গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
এসময় গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল নারী ও শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবী জানান তাঁরা।
অন্যদিকে
ওডেব’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও প্রজেক্ট শেয়ারিং অনুষ্ঠিত
গতকাল ১০মার্চ/২০২৫ সকাল ১০টায় চট্টগ্রামের চন্দনাইশ বরমা ওডেব মিলনায়তনে দাতা সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ’কয়ার’এর ২০২৫ সালের শেয়ারিং মিটিংও আন্তর্জাতিক নারী দিবস সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে নারীর ন্যায় বিচার , ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সামাজিক উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সমন্বয়ে প্রজেক্ট শেয়ারিং মিটিং নারী উদ্যোক্তার সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে অংশগ্রহণ করেন, ক্ষুদ্র ব্যবসায়ী হালিমা বেগম, কমিউনিটি শিক্ষিকা বিপাশা আকতার, ওমেন্স গ্রুপ লিডার মমতাজ বেগম, এনজিও কর্মী নুর নাহার বেগম, ক্ষুদ্র উদ্যোক্তা প্রমুখ।
এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন।প্রকল্প কর্মকর্তা সজল দে, মোঃ আলাউদ্দীন ও জুঁই মজুমদার প্রমুখ।