
নিউজগার্ডেন ডেস্ক: আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৫ মার্চ জেলার ১৫টি উপজেলায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ উপলক্ষে স্থায়ী কেন্দ্র ১৭ টি কেন্দ্র, ভ্রাম্যমান কেন্দ্র ১৫ টি ও অস্থায়ী ৪৮০০ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবকগণ একযোগে কাজ করবে এবং সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কেন্দ্রগুলো পরিদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ডা: নুরুল হায়দার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ডা: নওশাদ খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সিভিল সার্জন জানান, কোথাও কোন ধরনের অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।