
মোহাম্মদ নেজাম উদ্দিন: মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ (গভর্নিং বডি)‘র এক সভা আজ (১৩ মার্চ ২০২৫ ) সকালে অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় ও গভর্নিং বডি‘র সভাপতি এবং বাংলাদেশ মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিল কমিটির সভাপতি ও এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, শিক্ষানুরাগী প্রতিনিধি ও ইলেকট্রনিক প্রশিক্ষক আবু সাদাত মোঃ আমানুল্লাহ, শিক্ষক জামাল উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য রাবেয়া খানম ও মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় ২০২৫ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের নিয়ে করণীয় এবং খন্ডকালীন শিক্ষকদের উৎসব ভাতা ও নববর্ষ ভাতা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মেরিন একাডেমিতে ইফতার
মোহাম্মদ নেজাম উদ্দিন: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের জিআই অফিসে আজ (১৩ মার্চ ২০২৫) বৃহস্পতিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিপিও (জিআই) এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও চীফ পেটি অফিসার ফরিদ আহমেদ খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইফতারপূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন সিপিও (মেড) মবিন মাহমুদ, পিটিআই মোঃ মাহফুজুর রহমান, সিপিও (জিআই) এল. এম. পিয়াস ইমাম, শরীর চর্চা প্রশিক্ষক মোহাম্মদ জুয়েল, অগ্নি-নিয়ন্ত্রণ সহকারী মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।