
গণ প্রজাতন্ত্রী বাংলদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প।
আজ ১৩ মার্চ, ২০২৫ দুপুর ১ টায় নগরীর এশিয়ান এস আর হোটেলের ব্যাঙ্কুইট হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার চট্টগ্রাম মো. নোমান হোসেন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন গ্রামে শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করা জরুরী।
ইউনিয়ন পরিষদের সদস্যরা আন্তরিক হলেই সক্রিয় হবে গ্রাম আদালত। বিচারিক কাজ পরিচালনায় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যগণ আইন ও বিধি অনুসরণ করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ।
মামলার নথি প্রস্তুত করার ক্ষেত্রে বিধিমালার যথাযথ অনুসরণ করার দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ।
স্বল্প সময়ে, অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম।
চট্টগ্রাম জেলার ৬টি উপজেলার ৬৮ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে এসব কথা বলেন উপপরিচালক স্থানীয় সরকার।
চট্টগ্রামের ১৯১ টি ইউনিয়নে কার্যকর গ্রাম আদালত গড়ে তোলার তাগিদ দেন জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলায় ১০ মার্চ, ২০২৫ থেকে ১৩ মার্চ, ২০২৫ পর্যন্ত এই ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞার সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, বাস্তাবায়ন সহযোগী সংস্থা ইপসা এর পরিচালক (সামাজিক উন্নয়ন ) নাছিম বানু শ্যামলী, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, উপজেলা সমন্বয়কারী জানে আলম, আঁখি বড়ুয়া, মোহছেনা মিনা, জেসমিন আক্তার প্রমুখ।
চট্টগ্রাম জেলায় আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স টিমের সদস্য হিসেবে সেশন পরিচালনা করেন ডিস্ট্রিক্ট ট্রেনিং পুলের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার, জেলা লিগ্যাল এইড অফিসার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মামলার নথি প্রত্র আইন ও বিধি মালা অনুযায়ী প্রস্তুত করার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের বিরোধ বিবাদ দ্রুত ও কার্যকর ভাবে নিস্পত্তি নিশ্চিত করার জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।