নেতা-কর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে: মোশাররফ হোসেন দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, নেতা-কর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে গিয়ে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করতে এগিয়ে আসুন। কোনো রাজনৈতিক নেতার জন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পাড়ার মতো বড় আর কিছু নেই। আমাদের প্রতিটি কাজের পেছনের মূল উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ করা। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের পাশে আসতে চায়। তাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যুবদলের নেতাকর্মীদের দায়িত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতায় শুক্রবার(১৪ মার্চ), ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দিন, এসময় বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, মুজিবুর রহমান মুজিব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক নূর জাহেদ বাবলু, আনোয়ার হোসেন, যুবদল নেতা সালাউদ্দিন জুয়েল, মান্নান, ইকবাল হোসেন ফরিদ, মুরাদ হোসেন, রাজিব, নাঈম উদ্দিন তানভীর, সালাউদ্দিন রহমত আলী, জিয়া, হারুন, ইউসুফ রুবেল, অভি আল মুভিন, মহিউদ্দিন হায়দার হিমু, রকি, রিপন শুভ, জিলানী, রাব্বি, রিয়াজুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবদলের এই ইফতার কর্মসূচি রমজান মাস জুড়ে চলবে।

মন্তব্য করুন