চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) ২ নং গেইট ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সি. সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, যুগ্ন সম্পাদক রাশেদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম, জসিম উদ্দিন তালুকদার, শাহাদাত হোসাইন, সুমন বাপ্পি, পলাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা একটি বিমূর্ত ধারণা। যা অজর্ন করা কেবল শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব এবং স্ব-শিক্ষিত মানুষ যেখানে আছে, সেখানে স্বাধীনতা অর্জন করা অপেক্ষাকৃত সহজ। আর ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা, জনগণের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি, মানসিক জটিলতা এবং দুইশো বছরের পরাধীনতার ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ানো আমাদের এই দেশে স্বাধীনতার চিত্রটা ভিন্ন। তবে আশাব্যঞ্জক দিক হলো, এদেশের মানুষ কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপচাপ থাকেনি; বিদ্রোহ করেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখতে পারি। ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা যদি নিজেদের জায়গা থেকে উন্নতি করতে পারি, তবেই দেশটা এগিয়ে যাবে।

মন্তব্য করুন