বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর জসিম সম্পাদক সোবহান 

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটির ২০২৫-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে, প্রধান নির্বাচন কমিশনারপ্রফেসর নূ ক ম আকবর হোসেন, সাথে ছিলেন নির্বাচন কমিশনার প্রফেসর একরামুল হক, নির্বাচন কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ও নির্বাচন কমিশনার মোহাম্মদ ছাইফুর রহমান।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহমেদ ও সম্পাদক নির্বাচিত হন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম এর গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ও সহযোগী অধ্যাপক আহম্মদ সোবহান।

২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর সচিব প্রফেসর ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ, যুগ্ম-সম্পাদক সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম এর প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ড. মো: আরিফুল আনোয়ার খান, কোষাধ্যক্ষ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মান্নান ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের আবদুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: একরামুল হক, তথ্য গবেষণা ও সেমিনার সম্পাদক চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুচ, সমাজকল্যাণ সম্পাদক চট্টগ্রাম কলেজের আরবি ইসলামী শিক্ষা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এরশাদ উল্লাহ, দপ্তর সম্পাদক সাতকানিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর হোসেন, নির্বাহী সদস্য গাছবাড়ীয় সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস মিঞা।

কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতির ১টি পদ ও নির্বাহী সদস্যের ৯টি পদ শূন্য রয়েছে।

মন্তব্য করুন