অসুস্থ শ্রমিকদল নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বিভাগীয় শ্রমিকদলের দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের রোগমুক্তি কামনায় শনিবার (২৫ অক্টোবর) বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শ্রমিক দল নেতাদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যু বরণকারী নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারন সম্পাদক কাজী শেখ নূর উল্লাহ বাহার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, মো. জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, মো. হারুন (ডক), সহ সাধারন সম্পাদক ইব্রাহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, শিক্ষা ও গবেষনা সম্পাদ ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, ডাক বিভাগের কেন্দ্রীয় সভাপতি এস এম শহীদ ইকবাল, বান্দরবান জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, বিভাগীয় শ্রমিক দলের সদস্য নজরুল ইসলাম মিয়াজী, দেলোয়ার হোসেন, তসলিম হোসেন সেলিম, ইব্রাহীম হোসেন খোকন, আবদুল খালেক, রবিউল হোসেন, বাহার উদ্দিন, চসিক শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক সবুর খান মাসুম, পানি উন্নয়ন বোর্ডের সাধারন সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা আবুল বসর, আবুল কালাম, মো. সেলিম, আবদুল বারেক, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম জসিম, সাহাব উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন