সনাতনীদের মাঝে বিএনপি নেতা শাহরিয়ার জিয়ার বস্ত্র বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: সনাতনী সম্প্রদায়ের শ্যামা পূজা উপলক্ষে গত মঙ্গলবার ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কৈবল্যধাম মালিপাড়া পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে বিএনপি নেতা শাহরিয়ার জিয়ার পক্ষ থেকে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি, লুঙ্গি ও প্রসাদ (খাবার) বিতরণ করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)।

বিএনপি নেতা শাহরিয়ার জিয়া বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। শ্যামাপূজা উপলক্ষে সনাতনী ভাই বোনদের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার সকল মানুষের কল্যাণে আমি কাজ করে যেতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজল মল্লিক। এতে উপস্থিত ছিলেন কৈবল্যধাম মালিপাড়া পূজা উদ্যাপন কমিটির সদস্য রতন দাস, বাবলি মল্লিক, শিপন আচার্য, রাজন দাস, নারায়ন ঘোষ, অনিতা রানী, শ্যামলী রানী দাস, কাকলি রানী দাস, বাসুকি দাস, পলি রানী, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামাল উদ্দিন পারভেজ, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সকিনা বেগম, আকবর শাহ থানার সাবেক যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন, পলাশ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সদস্য মো. মাসুদ, মো. ইকবাল, ফজল আমীন ডিসি, মো. শাহাবুদ্দিন, মহানগর যুবদলের সাবেক সহ আপ্যায়ন সম্পাদক মো. ইউসুফ, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো. ইউনুস, আকবর শাহ থানা যুবদল নেতা নাজিম উদ্দিন, বিএনপি নেতা নূরনবী টিপু, জালাল সরকার, জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতা অপু চৌধুরী, আকবর শাহ থানা মহিলা দল নেত্রী সুমি, থানা যুবদল নেতা মো. জাকির, মনসুর, ছাত্রদল নেতা মিনহাজ, তানভীর প্রমুখ।

মন্তব্য করুন