দেশের জনগণ স্বাধীনতার ৫৪ বছর পরও সুখভোগ করতে পারেনি: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: ১১ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উঠান বৈঠক অনুষ্ঠানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে শত শত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং আজো তাদের খোঁজ মেলেনি। এই অন্যায়ের বিচার করাই বিএনপির আন্দোলনের অন্যতম লক্ষ্য। দেশের মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করা হবে দলের অঙ্গীকার। ১৭ বছর ধরে যারা গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং হাজারো বিএনপি নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। দেশের জনগণ স্বাধীনতার ৫৪ বছর পরও সুখভোগ করতে পারেনি। জনসাধারণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার, ভাতের অধিকার ও কথা বলার অধিকার হারিয়েছিল। অনেক জীবন, আহত, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে।

আজ ২০ অক্টোবর (সোমবার) বিকালে ১১ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো: মুজাহিদ এর সভাপতিত্বে ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক হাসান মো: ওয়ালিদ আবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো: সাহেদ আকবর।

প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন।

সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: ইয়াছিন, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, মো: ইউসুফ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য মো: ইসকান্দর, মহানগর যুবদলের সাবেক সদস্য আবছার উদ দোলা অপু, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক মো: শাহাদাত হোসেন জুয়েল,১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহাদাত খান রাসেল, পাহাড়তলী থানা যুবদলের সংগঠক নুর মোহাম্মদ মাহমুদ,মো: জেবিন, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক খোকন, সদস্য মো: জিয়া, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য তাজুল ইসলাম তাজু, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন সাব্বির, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সংগঠক মো: ওয়াসিম,১১ নং ওয়ার্ড ছাত্রদলের সংগঠক ইফতেখার উদ্দিন সাফি, মোশাররফ হোসেন পারভেজ, বাকী বিল্লাহ সিফাত, ইমতিয়াজ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন