ধানের শীষ মানে জনগণের অধিকার: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকালে স্থানীয় চৌধুরীপাড়া কালাম কোম্পানির বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি,

এসময় তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।
তিনি যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছেন, তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয় এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।

নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক।
স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য।
আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।
মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমাদের নেতা তারেক রহমান বলছেন বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ডসহ আগামী দিনে এমন এক বাংলাদেশ পরিচালনা করা হবে, যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেন ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা।
এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঘরে ঘরে সংগঠিত হতে হবে, মানুষের মন জয় করতে হবে। শেষে তৃপ্তি জনগণের প্রতি আহ্বান জানান। ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
হালশিহর থানা যুবদল নতো রাসলে করমি রপিনরে সভাপতত্েিব এতে বক্তব্য রাখনে মহানগর যুবদলরে সাবকে সভাপতি একএেম ফজলুল হক সুমন, ময়িা মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মোহাম্মদ ইসলাম, সাবকে সহ সম্পাদক মজিানুর রহমান দুলাল, ওর্য়াড বএিনপরি সদস্য সচবি মোহাম্মদ ফারুক, যুগ্ম আহবায়ক মো. পয়িার, সদস্য মো. মনরি, মো. মন্টিু, মোহাম্মদ বাবলু, হালশিহর থানা যুবদলরে সাবকে সনিয়ির যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদে সাদ্দাম, থানা যুবদল নতো পারভজে আলম, ওর্য়াড ছাত্রদল নতো মোহাম্মদ আসফিরে সঞ্চালনায় এতে যুবদল মোহাম্মদ শওকত, সরিাজ উদ্দনি, মাবুদ, হাকমি, টপিু, মোজ্জাফর, আশরাফ, ছাত্রদল নতো রাহাত চৌধুরী, তানভীর, ফোরকান, আরাফাতসহ প্রমুখ নতেৃবৃন্দ উপস্থতি ছলিনে।

 

মন্তব্য করুন