
নিউজগার্ডেন ডেস্ক: “জলবায়ু পরিবর্তনে নারীর মানবাধিকার লংঘন ও করণীয়” বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সংগঠনের বরমা ব্রাঞ্চ অফিস মিলনায়তনে ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা WWDP-GC এর সহযোগিতায় পরিচালিত প্রকল্প “কয়ার” এর নিয়মিত কার্যক্রম জলবায়ু পরিবর্তনের কারণে নারীর মানবাধিকার লংঘন ও করনীয় বিষয়ে ধারণাপত্র পাঠ করেন ওডেব’র সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন।এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন “নাগরিকতা” প্রকল্পের কর্মকর্তা মো: আলাউদ্দিন।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্প মনিটরিং ও ট্রেনিং অফিসার সজল দে। ওরিয়েন্টেশন প্যানেল সহায়ক ছিলেন আইন সহায়তা কর্মকর্তা রূপম দাশগুপ্ত।
বিগত ৩০ বছরের অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে জলবায়ু ন্যায়বিচার অর্জন করতে হলে নারীর মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। ওডেব-এর মতো সংগঠনগুলির তৃণমূল স্তরের কাজ এই ধারণাকেই প্রতিষ্ঠা করে যে, কেবল সচেতনতা বৃদ্ধি করাই যথেষ্ট নয়; প্রয়োজন নীতি ও অনুশীলনে মৌলিক পরিবর্তন।
বর্তমানে প্রয়োজন নারীর সক্ষমতাকে বিনিয়োগ করা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা এবং তাদের জন্য একটি নিরাপদ ও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা—যাতে তারা কেবল জলবায়ু পরিবর্তনের শিকার না হয়ে, এর মোকাবিলায় নেতৃস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।









