২৫ বছরের বেশী মানবেতর জীবন কাটানো এক ডাককর্মী আশাবাদী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে অর্থ্যাৎ চট্টগ্রাম জিপিও তে ১৯৯৪ ইং সনে আগাম আত্মপক্ষ সমর্থনের নোটিশ তথা সুযোগপত্র না দিয়েই হঠাৎ বাতিল করা চাকুরীটি পরবর্তীতে পুনর্বহালের ব্যাপারে দুই মন্ত্রণালয়ের যৌথ সম্মতি বাস্তবায়নের জন্য অনুতোষ শর্ম্মা নামের ২৫ বছরের বেশী মানবেতর জীবন কাটানো এক ডাককর্মী আশাবাদী হয়ে আছেন।

জানা যায়, চট্টগ্রাম জিপিও তে উক্ত ডাককর্মীর পুনর্বহালের বিষয়ে ২০০৮ ইং সনের সংস্থাপন (বর্তমান জনপ্রশাসন) ও ডাক হিসেবে দুই মন্ত্রণালয়ের যৌথ সম্মতির বাস্তবায়নের জন্য ১০/০৬/২০০৮ইং তারিখের ৭/এস-৩/২০০৭নং নথির মাধ্যমে ডাক মহাপরিচালক দায়িত্ব পেয়েছেন। এ সংক্রান্ত ১৫/১১/২০১১ইং তারিখের ভোরের কাগজ খবরটি সহ ০১/০২/২০২৩ইং তারিখে এক উকিল বিজ্ঞপ্তির পূর্বকোণ খবরটি রাষ্ট্রপতির সচিব ও চট্টগ্রাম পোস্ট মাস্টার জেনারেল সহ মোট ১০টি ইমেইল বরাবরে Subject Applied Ctg GPO Service Retirement Ain Biggopti শিরোনামসহ একসাথেই পাঠানো হয়েছে বলেও জানা যায়।

এদিকে ২৫ বছরের বেশীকাল যাবৎ মানবেতর দূর্যোগের ভিতরে বন্দী হয়ে দিশেহারা অনুতোষ শর্ম্মা যথাসময়ে যথাপ্রাপ্য অধিকার না পাওয়ার কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ রেখে বলেছেন, বিএ পাশ যোগ্যতাসহ বিভিন্ন সময়ের নথিবদ্ধ বিভিন্ন যুক্তি ও উক্ত দুই মন্ত্রণালয়ের যৌথ সম্মতির আলোকে যথাযোগ্য বকেয়া সহ চাকুরী অবসরের আবেদনপত্র ২০/০৭/২০২০ইং তারিখে ডাকমন্ত্রীর ইমেইল বরাবরে পাঠানো হয়েছে।

এ ধরনের আবেদনপত্রটি তথা সুরক্ষার আবেদন বাস্তবায়নের অগ্রগতি পাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথা সচেতন মহলের জরুরী সুদৃষ্টি থাকার প্রয়োজনে কামনা করার যোগ্য হিসেবে ২৬/০২/২০২৩ইং তারিখের newsgarden24.com সংবাদ শিরোনামসহyoutube.com/watch?v=Yvt6tJ0W3Q চ্যানেল খবরটি ৩০/০৪/২০২৩ইং তারিখে প্রধানমন্ত্রীর এটু আই তথ্যসেবা প্রকল্পের বরাবরে পাঠানোর সেবা ট্র্যাকিং নম্বর ১০৪ বলে সূত্রে প্রকাশ। অবশ্য উক্ত ১০৪ নম্বরসহ ০৫/০৭/২০২৩ইং তারিখে newsgarden24.com মুক্তমত খবরটি প্রধানমন্ত্রীর দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সমন্বয়ের pmomonitoringcell@gmail.com নং ও চট্টগ্রাম ডাক তদন্তের alam_manju@yahoo.com নং সহ মোট ০৫টি ইমেইল বরাবরে Subject Ctg Postal Kormi Surokka News শিরোনামসহ একসাথেই পাঠানো হয়েছে বলেও সূত্রে প্রকাশ। এ অবস্থার ইমেইল বার্তা ১৪/০৭/২০২৪ইং ও ২১/১০/২০২৫ইং তারিখে যথাক্রমে একসেবার support@mygov.bd নং সহ মোট ১১টি ইমেইলের বরাবরে Subject Applied Surokka Postal Kormi Anutosh শিরোনামের মাধ্যমে এক সাথেই পাঠানো হয়েছে বলে অনুতোষ শর্ম্মা জানিয়েছেন।

মন্তব্য করুন