বধির শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: ১২ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সিকো এরিনা, বাহির সিগন্যাল প্রাঙ্গণে বধির শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এটিএন নিউজ -এর বুরো চীফ ও চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।
তিনি বলেন, “শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চসিক প্রতিবন্ধীবান্ধব নগর গঠনে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। তিনি বলেন, “খেলার মাঠে প্রতিবন্ধী তরুণদের অংশগ্রহণ সমাজে অন্তর্ভুক্তি ও সমঅধিকারের বার্তা পৌঁছে দেয়।”

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, সিকো গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.এম.এম সাইফুল ইসলাম চৌধুরী, রনি, অপু, সহ বাক শ্রবণ প্রতিবন্ধী নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, এমন আয়োজন শ্রবণ প্রতিবন্ধী তরুণদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সামাজিক অংশগ্রহণ বাড়িয়ে তোলে। তারা আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; সুযোগ পেলে তারাও দেশের ক্রীড়াঙ্গন ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন অনেক ক্রীড়াপ্রেমী।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন