
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য কিশোর গ্যাং সহ সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সমাজে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
আজ শুক্রবার বিকালে চান্দগাঁও থানা জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিস্তার নির্বাচনকালীন সহিংসতা বাড়াতে পারে। তাই নির্বাচনের আগে কিশোর গ্যাং সহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ একটি শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে অবস্থান করে। তিনি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহবান জানান।
চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণিসহ অন্যান্য নেতৃবৃন্দ।









